জেএন ২৪ নিউজ ডেস্ক: যশোরে প্রকাশ্যে এক রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় রিকশাচালকের কলার ধরে চড়থাপ্পর মারছেন একজন আইনজীবী। রবিবার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রানী ঘোষ। তিনি যশোর শহরের আম্বিকা বসু লেনের বাসিন্দা। ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ফেসবুকে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, রিকশাচালককে রাস্তায় প্রকাশ্যে মারধর করার যে ঘটনা ঘটেছে, সেটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তারা ওই রিকশাচালকের কাছে দুঃখ প্রকাশ করবেন। একই সঙ্গে আইনজীবী আরতি রানী ঘোষকে সতর্ক করাসহ সমিতির বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা এক আইনজীবী প্রেসক্লাবের সামনে রিকশাচালকের জামার কলার ধরে চড়থাপ্পড় দিচ্ছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে গিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এরপরও ওই আইনজীবীকে চড়াও হতে দেখা যায়। এ সময় সড়কে পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ভিডিওতে অপর এক পথচারীকে বলতে শোনা যায়, ওই আইনজীবী রিকশা চালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশা চালককে চড়থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী যশোর প্রেসক্লাবের অফিস সহকারী মীর রবিউল ইসলাম বলেন, ওই নারী আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারও কথা শোনেননি। একের পর এক রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে সড়কে অবস্থান করা বিভিন্ন পথচারী প্রতিবাদ করলে তিনি কিছুটা শান্ত হন।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আদালত শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তাকে চড়থাপ্পড় দিয়েছেন। উত্তেজিত হয়ে এই কাজ করে ফেলেছেন।
Leave a Reply