জেএন ২৪ নিউজ ডেস্ক: মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে মানবিক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় ঢুকেছে অন্তত ২০টি ট্রাক। ইসরায়েলের হামলা আর অবরোধে বিপর্যস্ত গাজায় দুই সপ্তাহ পর ট্রাকগুলো সীমান্ত পার হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজায় বসবাস করে ২৩ লাখ ফিলিস্তিনি। উপত্যকা অঞ্চলটিতে প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ হচ্ছে মিশর সীমান্তের রাফাহ ক্রসিং। হামাসের হামলার পর থেকে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। সেখানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী।
রয়টার্স বলেছে, মিশর থেকে যাওয়া ট্রাকগুলো গাজার বাসিন্দাদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেবে। ট্রাকগুলোতে রয়েছে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, খাবার। তবে কোনো জ্বালানি নেই। লাখ লাখ গাজাবাসীর জন্য সামান্য ত্রাণ সহায়তাকে ‘সাগরে এক ফোঁটা জল’ হিসেবে তুলনা করেছে জাতিসংঘের সাহায্য সংস্থা।
ইসরায়েলের অবরোধ আর টানা বিমান হামলায় বিপর্যস্ত গাজায় মানবিক বিপর্যয় নিয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। বিমান হামলা এড়াতে অনেকেই গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে চলে গেছেন। সেখানকার বাসিন্দাদের খাবার ফুরিয়ে গেছে। আর জ্বালানির সংকটে হাসপাতালগুলোতে জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না।
এদিকে গাজা উপত্যকায় শনিবার ভোরেও ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাফাহ সিটিতে কয়েকটি আবাসিক ভবনে হামলায় ১৪ জন নিহত হন। আর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। বিধ্বস্ত ভবনের ধংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকে।
গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন।
Leave a Reply