জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজশাহীতে আয়কর অফিসে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুদক।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুদক কর্মকর্তারা ওই কর্মকর্তার কার্যালয়ে সাদা পোশাকে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে টাকাসহ আটক করে।
এ সময় দরজা বন্ধ করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কর ভবনের অন্য কর্মচারীরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন। তার কক্ষের দরজা ভেঙে মহিবুল ইসলামকে উদ্ধারের চেষ্টা করেন। ওই সময় দুদক কর্মকর্তা ও ভবনের অন্য কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
দুদক কর্মকর্তা ও পুলিশ জানায়, রাজশাহীর প্রখ্যাত গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা তার বকেয়া আয়কর পরিশোধের বিষয়ে উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেন। এসময় তিনি ১০ লাখ টাকা উৎকোচ দাবি করেন। ফাতেমা সিদ্দিকা বিষয়টি দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আয়কর অফিসে অভিযান চালায় দুদক।
তবে উপ-কর কমিশনার মহিবুল ইসলাম দাবি করেছেন, দুদক কর্মকর্তারা তাকে অন্যায়ভাবে মারধর করেছেন এবং এই পরিস্থিতি সৃষ্টি করে তাকে ফাঁসানো হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার পর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করে তার কার্যালয় থেকে দুদক কার্যালয়ে নেয়া হয়।
এ বিষয়য়ে রাজশাহীর কর কমিশনার মো. শাহ্ আলী জানান, দুদক অভিযান চালানোর বিষয়ে তাকে জানানো হয়নি। তাদের কর্মকর্তাকে আটক করা হয়েছে এটি নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। তবে দুদক কী কারণে তাকে আটক করেছে তা তিনি জানেন না।
Leave a Reply