জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা-১০ আসনে নির্বাচনি প্রচারকালে নৌকার প্রতীকের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে নির্বাচনি প্রচারকালে এ ঘটনা ঘটে বলে চিত্রনায়ক ফেরদৌসের এক কর্মী নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮) উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহি (২৫)সহ অন্তত ১৫ জন। আহতরা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। আহতদের তথ্য সংগ্রহ করছি। এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না।
এ বিষয়ে জানতে ফেরদৌস আহমেদকে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি।
Leave a Reply