জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে রাজধানীতে তিন বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় বাসগুলোতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক নামক বাস, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের সামনে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নিচে জনপদ মোড়ে মোট তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে বাসগুলো কোন পরিবহনের তা জানা যায়নি। তিনি জানান, বাসে কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনোভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
রবিবার ভোর ৬টা থেকে শুরু হতে যাচ্ছে সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে দ্বিতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।
Leave a Reply