জেএন ২৪ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড প্রচারণার সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে সন্ত্রাসীরা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে এই হামলার ঘটনার পর রবিবার থানায় মামলা হবে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাদের ওপর হামলা করা হয়েছে তারা মামলা করবেন। তারা অভিযোগ নিয়ে থানায় গেছেন, তবে এখনও মামলা রেকর্ড হয়নি। আজই মামলা হয়ে যাবে।’
এখন পর্যন্ত কাউকে আটক করা গেছে কি না এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘যেহেতু মামলা রেকর্ড হয়নি, তাই কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। কারা কারা জড়িত নাম পাওয়া গেলে অভিযুক্তদের পাওয়া যাবে। এরপর আসামিদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার একটা ব্যাপার তো থাকেই। তবে পুলিশ মাঠে কাজ করছে।’
শনিবার দুপরের ঘটনা, আজ রবিবার সন্ধ্যায় মামলা হলো না। দেরি হওয়ার কারণ কী- এমন প্রশ্নে এস.এম শফিউল্লাহ বলেন, ‘ভুক্তভোগীরা এজাহার দিতে দেরি করলে আমরা কী করব। অনেকে চিকিৎসাধীন আছেন, এজন্য দেরি হচ্ছে।’
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিয়াজ মোর্শেদ এলিটের প্রধান রাজনৈতিক সমন্বয়ক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীর কমিটির দপ্তর সম্পাদক যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, মো. আলি, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, মো. শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নিয়াজ মোর্শেদ এলিট নেতাকর্মীর নিয়ে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত করেন। এরপর এলিট প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রচারণা শুরু করেন। এ পর্যায়ে তার গাড়িবহর মিরসরাই ইকোনমিক জোনের সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা বালুর ট্রাক দিয়ে পথ রোধ করে হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নিয়ে অতর্কিত হামলা চালায়।
ঘটনার পর নিয়াজ মোর্শেদ এলিটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে আহত আছিফুর রহমান শাহীন বলেন, ‘১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টারের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নসর রিপন, মোমিনুল ইসলামসহ অর্ধশতাধিক যুবক তার গাড়িবহরে হকিস্টিক, রাম দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নিয়ে অতর্কিত হামলা চালায়।’ হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফের অনুসারী বলে তিনি জানান।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘হামলার শিকার নিয়াজ মোর্শেদ এলিট অভিযোগ দিয়েছেন থানায়। মামলা নথিভুক্ত হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’
Leave a Reply