জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যারাই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে, ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর আয়োজিত’ এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
নির্বাচনকে সামনে রেখে জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে পুলিশের অবস্থান কি— জানতে চাইলে আইজিপি বলেন, আপনারা দেখেছেন জঙ্গিরা যখনই সংঘটিত হওয়ার চেষ্টা করেছে। জঙ্গিদের নিয়ে আমাদের যেসব সংস্থা কাজ করে তারা কিন্তু সক্রিয় আছে। যখনই তারা সংঘটিত হওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু তাদেরকে নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। এবারও এমনটা হয়েছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। ‘আমাদের সক্ষমতা আছে, আমাদের সামর্থ্য আছে। জঙ্গিরা যেখানেই সংঘটিত হওয়ার চেষ্টা করবে আমরা সাথে সাথেই আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের চেয়ে অনেক এগিয়ে থাকি, তাদের সংঘটিত হওয়ার খবর আমরা পেয়ে যাই। যত দুর্গম অঞ্চলেই তারা করুক সেই তথ্য পেয়ে আমরা তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি। তামাদেরকে সংঘটিত হওয়ার যেকোনো চেষ্টা আমরা রুখে দিতে সক্ষম বলে আমরা মনে করি’—যোগ করেন আইজিপি।
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে এবং তারা নানা ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা হয়েছিলো। সেই বিষয়ে পুলিশের অবস্থান কি— এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, আপনারা দেখেছেন সেদিন রাতে যেই অবস্থা হয়েছিল তারা প্রথম বলেছিলেন একটা জানাজা করতে চান। ডিএমপি কমিশনার এর আগে তাদেরকে বলেছেন জানাজা করে তাদেরকে রাতে চলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। একটা জানাজা করার জন্য তাদেরকে সময়ও দেয়া হয়। কিন্তু তারা সেই জানাজা করেন নাই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনী সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণ আছে। আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে এবং সরঞ্জাম আছে তা দিয়ে এই ধরনের যেকোনো আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ রয়েছে এবং যারাই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে যখনই নাশকতা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
সাঈদীর চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন এই তথ্য পেয়েছি। আমরা তদন্ত করছি। তার সঙ্গে আমরা কথা বলে হুমকি দাদাকে চিহ্নিত করার চেষ্টা করব। তাকে চিহ্নিত করে আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া যায় সে ব্যবস্থাই নেয়া হবে।
Leave a Reply