জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্রব্যমূল্য আর বাজার সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
সংসদ সদস্যদের সমালোচনার জবাবে টিপু মুনশি বলেন, ‘এখানে একজন তো আমাকে পদত্যাগ করতে বললেন। খুব ভালো কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব উনি (মোকাব্বির খান) দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে উনাকে দায়িত্বটা দিতে পারেন। কোনো সমস্যা নেই আমার।’
সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এর আগে জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র ১০ জন সদস্য ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেন। এসময় তারা দ্রব্যমূল্য আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় বাণিজ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করেন তারা। তবে কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয়।
পরে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের সমালোচনার জবাব দেন বাণিজ্যমন্ত্রী। উল্লেখ করেন, তিনি ব্যবসা করার অনেক আগে থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
টিপু মুনশি বলেন, ‘বারবার একটি কথা উঠে আসছে, আমি ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা আমার দ্বারা সুবিধা পাচ্ছেন। তাদের উদ্দেশে একটি কথাই বলব, আমি ৫৬ বছর ধরে রাজনীতি করি। ব্যবসা করি আজকে ৪০-৪২ বছর। কিন্তু ঘুরেফিরে কেউ বলেন না আমি রাজনীতিবিদ। তারা বলেন আমি ব্যবসায়ী, সুযোগটা আপনি ব্যবসায়ীদের দিচ্ছেন।’
বাণিজ্যমন্ত্রী জানান, চাইলে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে জেল-জরিমানাসহ ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে এর ফলে যেন কোনো ক্রাইসিস তৈরি না হয় সেজন্য আলাপ-আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করা হয়।
বাজার পরিস্থিতির ওপর বৈশ্বিক প্রভাবের বিষয় তুলে ধরে টিপু মুনশি বলেন, ‘দাম বেড়েছে। প্রধানমন্ত্রী বারবার বলছেন মানুষ কষ্টে আছেন। মানুষকে বলছেন সাশ্রয়ী হতে। আজকে আমরা কি আমাদের জন্য এই অবস্থায় এসেছি? বৈশ্বিক পরিস্থিতি আমাদের ওপর প্রভাব ফেলেছে। সেটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে আনতে হবে।’
সবকিছু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘তরপরও দায় আমি নিয়ে বলছি আমরা সর্বৈবভাবে চেষ্টা করছি কী করা যায়।’
Leave a Reply