জেএন ২৪ নিউজ ডেস্ক: মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকাল পৌনে চারটার দিকে বাঙলা কলেজের সামনে ‘চৈতালী’ নামের দ্বিতল বাসটিতে আগুন দেওয়া হয়।
বিআরটিসির বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিরপুর-১২ পর্যন্ত চলাচল করে। বিকালে বাসটি শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে কল্যাণপুর ডিপোর দিকে ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কল্যাণপুর ফেরার পথে মিরপুর ১ নম্বর সেকশনের বাঙলা কলেজের সামনে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তাৎক্ষণিক স্থানীয় ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, আগুনে বিআরটিসির দোতলা বাসটির সিট পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন ঢাকা টাইমসকে বলেন, ‘শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন বললো যে আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এসময় বাঙলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না। বাসেও তখন কেউ ছিল না।’
চৈতালী বাস কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, দুপুর দেড়টার ট্রিপ শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে যাওয়ার সময় চৈতালী বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
এ প্রসঙ্গে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসের ভিতরে এই আগুনের ঘটনা ঘটে। দু’জন দুর্বৃত্ত যাত্রী বেশে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। ড্রাইভার ও হেলপার বুঝে গেলে তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে সময় ড্রাইভার ও হেলপার অন্যদের সহযোগিতায় আগুন নেভায়। এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি। কারণ বাসটি ফাঁকা ছিল। বাসটি ইতোমধ্যে ডিপোতে চলে আসছে।
Leave a Reply