জেএন ২৪ নিউজ ডেস্ক: বন্ধুর ফোন পেয়ে ঘর থেকে বের হন নৃত্য শিল্পী সাহিদা ইসলাম মীম। যাওয়ার সময় মাকে বলে যান, মা আমার একটা ফোন এসেছে। আমি এক কাপ কফি খেয়ে আসছি। আর ঘরে ফেরা হলো না মীমের। উদ্ধার হলো মীমের ক্ষত বিক্ষত লাশ।
সোমবার সকালে রাজধানীর রমনা থানার মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে সাহিদা ইসলাম মীমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মীম নৃত্য শিল্পী। তার কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ফোনে ডেকে এনে হত্যা করেছে বলে অভিযোগ মীমের মায়ের।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খাতুন বলেন, মৌচাক রামপুর সড়কের ফ্লাইওভারের নিচ থেকে মীমের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। তার চোখ মুখ থেতলানো। আর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
নিহত মীমের মা আজিমুন ইসলাম নাজমার বরাত দিয়ে আমেনা খাতুন বলেন, ঘর থেকে বের হওয়ার আগে মীমের মোবাইলে একটি ফোন আসে। প্রায় ঘন্টাখানে কথা বলে। পরে আমাকে বলে মা আমার একটা ফোন এসেছে। আমি একটু বাইরে যাচ্ছি। এক কাপ কফি খেয়ে আবার বাসায় ফিরে আসবো।
নিহত মীমের মা আজিমুন ইসলাম নাজমা বলেন, বর্তমানে আমার মেয়ের লেখা পড়া বন্ধ। তাই সে নাচ গান করে। গত রাত আটটার দিকে তার কয়েকজন বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। পরে অনেকবার আমার মেয়েকে ফোন করেছি। কিন্তু সে ফোন ধরেনি। পরে রাতে পুলিশ ফোন দিয়ে থানায় ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মেয়ের লাশ দেখতে পাই। মীমের বন্ধুরা আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নাজমার।
Leave a Reply