জেএন ২৪ নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী শনিবার দেশ দুটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। খবর- খালিজ টাইমস।
এতে বলা হয়, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এ কারণে একদিন পর শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এছাড়া এদিন মালয়েশিয়ার আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সেখানেও ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার।
অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি আজ রাতেই বৈঠকে বসবে। সেখানে শাওয়াল মাস শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। একইসঙ্গে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও এ রাতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবে।
ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়ে থাকে।
Leave a Reply