1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না বিএনপি: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: নির্বাচন প্রতিহতে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে গাড়ি পোড়ানো ও জান-মালের ক্ষয়ক্ষতির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না বিএনপি।

গাজীপুরে রেললাইন কেটে ফেলা ও ট্রেন দুর্ঘটনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেশে আন্দোলনের নামে বীভৎস ঘটনা ঘটানো হচ্ছে। তাদের প্রতিহত করতে হবে।

বুধবার গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গাজীপুরে দুর্বৃত্তদের রেললাইন কাটা এবং ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষকে হত্যা করে সরকার উৎখাত করবে? মানুষ হত্যা করে আন্দোলন? আমি জানি না, এই আন্দোলন করে কী পাবে তারা? মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না।’

ওই ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটু চিন্তা করে দেখুন, কী রকম ধ্বংসাত্মক কাজ! এরা আন্দোলনের নামে রেললাইন ফেলে দিলে ৮টা বগি পড়ে যায়, এতে একজন মানুষ মারা যায়, কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করা হয়েছে। তার মানে হচ্ছে রেলের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করা।’

বিএনপি-জামায়াতের আন্দোলনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা মানুষ মারার জন্য রেললাইন উপড়ে ফেলে বা রেললাইন কেটে দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মারার কল্পনা করে বা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে, এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই। এটা জনগণকেই প্রতিহত করতে হবে। সেটাই আমার আহ্বান সারা দেশের মানুষের প্রতি।’

তিনি বলেন, ‘যারা রেললাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে, আর আগুন দিয়ে মানুষ পোড়ায়; পিটিয়ে পিটিয়ে পুলিশ, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের ওপর অত্যাচার করে, এদের মা নাই। এদের শাস্তি একদিন পেতেই হবে। জনগণকে বলব, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।’
ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আওয়ামী লীগের নেই মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে যাবে, জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে। ক্ষমতা আঁকড়ে ধরার তো কোনো চেষ্টা আমাদের নাই।’

তিনি বলেন, ‘বিএনপি যে এই জ্বালাও-পোড়াও করে যাচ্ছে। প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে। হরতাল-অবরোধ মানে কী? কয়েক খান বাস পোড়ানো, গাড়ি পোড়ানো, যাত্রীসহ বাস পোড়ানো।’

শেখ হাসিনা বলেন, ‘চাল যাচ্ছে-চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, ধান যাচ্ছে-ধানের গাড়ি পোড়াচ্ছে। মানে মানুষকে ক্ষুধার্ত মারা। এই ঘটনা এর আগেও তারা করেছে ২০১৩ সালে। আমি জানি না তাদের কেউ থামাতে পারবেন কি না। মানুষ হত্যা করে সরকার উৎখাত তো করতে পারবে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি ঠিক জানি না, মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি আন্দোলন হয়! সেটা আমার জানা নাই! আমরাও আন্দোলন করেছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর মানুষের অর্থনৈতিক উন্নতি হয় সেটা চিন্তা করে। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখি নাই।’

তিনি বলেন, ‘এটা দেখেছি পাকিস্তানি হানাদার বাহিনীকে। তারা এভাবে আমাদের সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর এখন দেখি ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা, হাসপাতাল রেহাই পায় না। হাসপাতালের ওপর পর্যন্ত তারা বোমাবর্ষণ করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই দেখতে পাই।’

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা যতক্ষণ ক্ষমতায় আছি দেশের উন্নতি করছি। দেশ যে উন্নত হয়েছে এটাতো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বাংলাদেশটা বদলে গেছে।’

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমাদের তো হাওয়া ভবন নেই। কারও পাওনা দিয়ে ব্যবসা নিতে হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews