রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকার কারণে ছেলের হাতে মা মমতাজ মরনী নামের এক নারী খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড়ির মালিক সাব্বির হোসেন জানান, বুধবার সকালে মান্ডার মহিলা মেম্বার গলির বাসায় মমতাজের কাছে তার ছেলে সোহান সাড়ে তিন হাজার টাকা চায়। ওই টাকা দিতে না চাইলে এ ঘটনা ঘটে। মমতাজের লাশ উদ্ধারের সময়ে তার গলায় ওড়না পেঁচানো ছিল।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা জানান, খবর পেয়ে নিহত মমতাজের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- মাথায় আঘাত পাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের ছোট ছেলে সোহানকে এ ঘটনায় আটক করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জেএন ২৪ নিউজকে বলেন, মমতাজের ছোট ছেলে সোহান তার বন্ধুর কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ধার নিয়ে খরচ করেছে। ওই টাকা চাইলে মমতাজ তা দিতে অস্বীকার করে। তখন সোহান তার মার গলা টিপে ধরে। ওই সময় সোহানের তার আঙ্গুলে কামড় দেয়। পরে সোহান তার মার গলায় একটি ঘুসি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহানের বিরুদ্ধে তার বাবা একটি মামলা করেছে। সোহান তার দোষ স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
নিহত মমতাজ বেগম মরনীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে।
Leave a Reply