জেএন ২৪ নিউজ ডেস্ক: মাত্র ত্রিশ হাজার টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে বসবাস করা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ হয়ে যাচ্ছে এই দেশের নাগরিক।
আর টাকার বিনিময়ে অবৈধভাবে এসব জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ করে দিচ্ছেন খোদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটররা। এসব কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গড়ে উঠেছে একটি চক্র। এমন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর আব্দুর রশিদ, বিরলের রাণী পুকুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সোহেল চন্দ্র। আরও গ্রেপ্তার হয়েছেন শহিদুল ইসলাম মুন্না, রাসেল খান ও মোস্তাফিজুর রহমান।
সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, রশিদ ও সোহেল পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের আইডি ব্যবহার করে জাতীয় এনআইডি সার্ভার ও জন্ম নিবন্ধনের সার্ভারে প্রবেশ করে এসব করতেন। তাদের কাছে গ্রাহক এনে দিতেন মাঠ পর্যায়ে কাজ করা বাকি তিনজন।
এই চক্রটি ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ তৈরির কথা বলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক আকৃষ্ট করত। নিয়মিত সাইবার টহলের সময়ে এটি নজরে আসে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের। বিজ্ঞাপনের সূত্র ধরে অনুসন্ধানে নামে এই নামে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কর্মকর্তারা। এক পর্যায়ে এই চক্রটির সন্ধান পায়।
এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, এই চক্রের মূলহোতা মো. আব্দুর রশিদ দিনাজপুরের বিরল পৌরসভার কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত এবং সোহেল চন্দ্র বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটরের কাজ করে। তারা দুইজন বাকিদের সহায়তায় কক্সবাজারের রোহিঙ্গা জনগণকে বিরলের অধিবাসী দেখিয়ে জন্ম নিবন্ধন সনদ বানিয়ে দিতো। চক্রের সদস্যরা কাজের ধরন অনুযায়ী টাকা পেত।
এছাড়াও কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অন্যান্য পৌরসভা ও ইউনিয়নে তাদের লোকজন আছে। যারা যারা পাঁচ থেকে ত্রিশ হাজার টাকার বিনিময়ে হাজার হাজার মানুষকে অবৈধভাবে জন্ম নিবন্ধন করে দিয়েছেন।
Leave a Reply