জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
সবশেষ সোমবার সকালে দগ্ধ একজন মারা যান। এদিন সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমির হোসেন নামে ওই ব্যক্তি।
এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে মারা যান মো. সালাউদ্দিন (৩৮) নামে একজন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সালাউদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।’
আমির হোসেনের শরীরের ৩৫ শতাংশ এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি চাঁদপুর জেলার মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে।
রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে গত বুধবার বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে আটজন দগ্ধ হন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার খায়ের গাজী (৪৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ১৫ শতাংশ বার্নসহ বিভিন্ন ইনজুরি ছিল।
Leave a Reply