জেএন ২৪ নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে আটজন পাকিস্তানি উমরাহ যাত্রী নিহত এবং আরও ছয়জন হয়েছেন। শনিবার দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।
শনিবার জারি করা এক বিবৃতিতে এফও বলেছে, ‘মক্কার একটি হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের কাছে আটজন নিহত এবং ছয়জন পাকিস্তানি আহত হওয়ার খবর রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জেদ্দায় আমাদের মিশন ক্ষতিগ্রস্তদের পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।’
পাকিস্তানি হজযাত্রী মৃত্যুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সমবেদনা জানিয়েছেন।
রেডিও পাকিস্তানের মতে, প্রধানমন্ত্রী শাহবাজ আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য এবং নিহতদের পরিবারকে সুবিধা দেওয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
পৃথকভাবে সিন্ধুর গভর্নর কামরান টেসোরিও তার শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি ‘এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারের সাথে দাঁড়িয়েছেন।’
সেপ্টেম্বর ২০১৯ সালে সৌদি আরবের জেদ্দায় একটি নতুন হাই-স্পিড ট্রেন স্টেশনে আগুনে পাঁচজন আহত হয়েছিল।
২০১৫ সালের ডিসেম্বরে দেশের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত এবং ১০৭ জন আহত হন। একই বছরের আগস্টে, তেল জায়ান্ট সৌদি আরামকোর কর্মচারীদের আবাসিক কমপ্লেক্সে আগুন লেগে কমপক্ষে ১১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়।
Leave a Reply