জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর নাটক সরণি হিসেবে পরিচিত বেইলি রোডকে অবৈধ পার্কিং ও হকারমুক্ত করতে রমজানের শুরু থেকে অভিযান পরিচালনা করে আসছে ট্রাফিক পুলিশ। অভিযানের আওতায় মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে শান্তিনগর মোড় পর্যন্ত অবৈধভাবে রাখা বেশকিছু গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ থেকে ছাড় পাচ্ছে না সরকারি গাড়িও।
মঙ্গলবার সকাল থেকে বেইলি রোডে এই অভিযানে নেতৃত্ব দেন সার্জেন্ট মো. সাদ্দাম হোসেন। এ সময় অবৈধ পার্কিং করায় সরকারি-বেসরকারি বেশকিছু গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তবে নিয়মিত অভিযান পরিচালনার ফলে এদিন ফুটপাত দখল করে কোনো অবৈধ অস্থায়ী দোকান বসেনি।
এর আগে রমজানে সড়ক পার্কিং ও হকারমুক্ত রাখতে নির্দেশনা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার নির্দেশনায় ট্রাফিকের রমনা বিভাগের ডিসি জয়নুল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে, এসি মো. সাকিব হোসাইনের তদারকিতে এই অভিযান শুরু হয়।
ডিসি জয়নুল আবেদীন বলেন, ‘এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফুটপাত দখল হলেই অ্যাকশন। কোনো অজুহাতে ফুটপাতে হকার, মোটরসাইকেল, গাড়িসহ কোনো জিনিস রাখা যাবে না।’
একইসঙ্গে সড়ক পার্কিং ও হকারমুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন ডিসি।
Leave a Reply