জেএন ২৪ নিউজ ডেস্ক: উর্ধাঙ্গের পোশাক খুলে সুঠাম শরীর দেখাতে সালমান খানকে বহুবার দেখেছেন হিন্দি ছবির দর্শক। একসময় বলিউড ভাইজানের ছবির সঙ্গে শরীর দেখানো ছিল ভীষণই পরিচিত এক দৃশ্য। কিন্তু সময় বদলেছে। এখন পোশাক খুলে শরীর দেখাতে খুব একটা দেখা যায় না ভাইজানকে।
তবে বুধবার ৫৭ বছর বয়সী সালমানকে ফের একবার সেই চেনা ছকে দেখা গেল। নাহ কোনো ছবির দৃশ্যায়ন নয়। বাড়িতে সোফায় ঠেস দিয়ে খালি গায়ে বসে থাকতে দেখা গেল সল্লু মিয়াকে। তার শরীরের উপর পড়া আলোতে স্পষ্ট প্রতিটি অ্যাবস (পেশী)।
ছবিটি পোস্ট করেছেন সালমান নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘হয়তো ভালো লাগতে পারে, তবে এটা চিলিং কোনো ছবি নয়।’ আর শুধুই পোস্ট করার অপেক্ষা। সালমানের এই ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। টাইগারকে এভাবে দেখে যেন থ হয়ে গেছে নেটপাড়া।
ছবির নিচে কমেন্টে কেউ লিখেছেন, ‘গ্রহের সবচেয়ে হটেস্ট ম্যান’, কারও মন্তব্য, ‘উফ! কে বলবে ওনার বয়স ৫৭, আমাদের মতো পাঠানের এক ঝলকই যথেষ্ঠ।’ কারও কথায়, ‘৫৭ তো দূর, এমন চেহারা যদি ২৭-এও বানাতে পারি তাহলেও অনেক।’
কেউ আবার সালমানকে ভারতের ‘বডি বিল্ডিং আইকন’ -এর তকমা দিয়েছেন। এদিকে আসছে ঈদে মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘কিসি কি ভাই, কিসি কি জান’ ছবিটি। তা নিয়েই আপাতত সল্লু ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ‘ইয়েতাম্মা’ গানটি। যেখানে দক্ষিণের দুই তারকা ভেঙ্কটেশ এবং রাম চরণের সঙ্গে সালমানকে ধুতি পরে নাচ করতে দেখা গেছে। সঙ্গে যোগ দিয়েছেন পূজা হেগড়েও। গানটি মুক্তির পর ছবিটি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
Leave a Reply