মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।
৫জুন সোমবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস।
পরিবেশ দিবসে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মানিক জানান, দিবসটি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধিগুণ সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। বান্দরবান কেরানীহাট সড়কে দুপাশ ছাড়াও জেলা সদরের বিভিন্ন স্থানে চারা লাগানো হয়েছে।
১৯৭৩ সালে জাতিসংঘ ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ যথাযথ গুরুত্ব সহকারে পরিবেশ দিবস পালন করে আসছে।
Leave a Reply