জেএন ২৪ নিউজ ডেস্ক: আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের। আজকের ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেহেদী হাসান মিরাজ। যার ফলে ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশের ঊড়ন্ত সূচনার নায়ক মিরাজ জানান, পরিশ্রমেরই সুফল পাচ্ছেন তিনি। একই সঙ্গে বল হাতে সফল হওয়ায় অধিনায়ক সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানান এই অলরাউন্ডার।
মিরাজ বলেন, ‘এটা আমার জন্য দারুণ মুহূর্ত। আমি কঠোর পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্ট অবশ্যই কৃতিত্ব পাওয়ার দাবিদার। বল করার সময় কিছুটা নার্ভাস ছিল। অধিনায়ক আমাকে বলেছিল সঠিক লাইন ধারাবাহিকভাবে বল করে যেতে। অধিনায়কের এমন পরামর্শ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তাই ওনার প্রতিও কৃতজ্ঞ।’
ম্যাচসেরা এই ক্রিকেটার আরও বলেন, ‘ব্যাটিংয়ের সময় প্রতি বল দেখে খেলার চেষ্টা করেছি। বল কিছুটা টার্ন হচ্ছিল কিন্তু আমি উইকেটে টিকে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় ৮ নম্বরে ব্যাটিং করি, এটা আমার জন্য দারুণ সুযোগ ছিল উপরে ব্যাট করার। পারফরম্যান্স করার জন্য আমি সবসময়ই ক্ষুধার্ত থাকি।’
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুটা ভালো করলেও বাংলাদেশের বোলারদের বোলিং তোপে মাত্র ১৫৬ রানেই অল আউট হয় আফগানরা। বাংলাদেশর হয়ে সাকিব-মিরাজ নেন তিনটি করে উিইকেট।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ-শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ৯২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশ বিশ্বকাপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে জায়গা করে নিয়েছে।
Leave a Reply