1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

‘বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে’

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯ Time View

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘দেশ ও জাতির সংকট থেকে উত্তরণে বারবার শহীদ জিয়াকে স্মরণ করতে হবে। শহীদ জিয়া একজন সফল ক্রাইসিস ম্যানেজমেন্ট ম্যানেজার ছিলেন।’

শনিবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট ও ধোবাউড়ায় তিন দিনব্যাপী ‘জিয়া জন্মোৎসব ২০২৫’ উপলক্ষে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‌‘১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তন ও এর পরবর্তী দেশ গঠনে শহীদ জিয়াউর রহমান শক্ত হাতে দক্ষতার সাথে সব সংকট সফলতার সাথে মোকাবিলা করেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায়। সেজন্য তারা শহীদ জিয়াকে হেয়প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করেছে। জনগণের হৃদয় থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলতে যারপরনাই চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয় নাই। শহীদ জিয়া, বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews