অনলাইন ডেস্ক : বিএনপি জামায়াতের মধ্যে কোনো সংঘাত নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর একটি রেস্টুরেন্টে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, একটি ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় গ্রহণ করতে হবে। যেন অতিরিক্ত সময় ব্যয় না হয়।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশ এখন জঞ্জাল মুক্ত হওয়ার পথে রয়েছে। গ্রহণযোগ্য এবং অংশীদারিত্বমূলক নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে, এই লক্ষ্য নিয়েই কাজ করছে বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু সভা পরিচালনায় সভায় সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
Leave a Reply