জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক মোরশেদ হাসান খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির ডাকা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তীতে হরতাল-অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে আটক করা হয়েছে দলটির অনেক নেতাকে।
ইতোমধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গ্রেপ্তার হয়েছেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও।
বিএনপির মহাসমাবেশ ঘিরে শনিবারের সংঘর্ষ এবং পরবর্তী সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ৩৯টি মামলা হয়েছে। এসব মামলায় দেড় হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এগারো শতাধিক নেতাকর্মী।
Leave a Reply