জেএন ২৪ নিউজ ডেস্ক: জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বিএনপির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।
রবিবার বিকাল ৩টায় জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক শুরু হয় বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ও শায়রুল কবির খান ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার সাথে রয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদস্য বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।
অন্যদিকে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে রয়েছেন জার্মান পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা।
Leave a Reply