জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপির এক দফা দাবি ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, তাদের এক দফা দাবি অতীতের মতো ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের এক দফা দাবি ও আন্দোলন ভুয়া।
বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ -উত্তর আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্রের পথ খুজছে বিএনপি। বিএনপি বিদেশি কাছে গিয়ে মিথ্যাচার করে দেশকে ছোট করছে। বিএনপির ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। আমরা বিদেশিদের কাছে নয় দেশের মানুষের কাছে যাব।
তিনি বলেন, ২০০১ সালে থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মী হত্যা করেছিল বিএনপি। ২০০৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করার গ্রনেড হামলা করছিল। বিএনপি আবারও ষড়যন্ত্র করছে। বিএনপির এক দফা আন্দোলন ব্যর্থতার পর্যবসিত হবে। তাদের এক দফা দাবি ভুয়া।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বিএনপির এক মানে নাই দফা। তাদের এক দফা শেষ। বিএনপি বিদেশিদের কাছে গেলে তারা এখন বলে দেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চান।
আরেক সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, বিএনপির জামায়াতে হলো মুক্তিযু্দ্ধ বিরোধীকারী। আবার এই বিএনপি ১৯৭৫ সালে ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বিএনপি কখনো স্বাধীনতাকে বিশ্বাস করে না। বিএনপি ও তার অনুসারীরা এখনো পাকিস্তানের মায়া ভুলতে পারেনি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ এগিয়ে নিতে আহবান জানান।
মির্জা আজম বলেন, মীর জাফরের বংশ ধর বঙ্গবন্ধুকে হত্যা করছে। এরা হলো বিএনপি। সেই মীর জাফরের বংশ উত্তোরসূরী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে মাঠে নেমেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণের করতে বলেন।
এসএম কামাল হোসেন বলেন, তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি ২০০১ সালের এক দাবি নিয়ে মাঠে নামেছিল কিন্তু মানুষ সাড়া দেয়নি। এবারও দেশের মানুষ তাদের এক দফা দাবি আন্দোলনে সাড়া দেবে না। বিএনপি যদি এক দফার নামে কোনো নাশকতার করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে ঘরে তুলো দেওয়া হবে।
সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ যত উন্নয়ন অগ্রগতি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ কখনো প্রতিসিংসার রাজনীতি বিশ্বাস করে না, প্রতিযোগীতার রাজনীতি করে। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য যড়যন্ত্র চলছে কিন্তু দেশের মানুষ তা সফল হতে দেবে না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দি, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানাসহ কেন্দ্রীয় কমিটির ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম।
Leave a Reply