জেএন ২৪ নিউজ ডেস্ক: নতুন করে করোনাভাইরাস বৃদ্ধির শঙ্কার মধ্যেই গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেব্রুয়ারি মাসে করোনায় মোট ৮ জনের প্রাণ গেল।
বৃহস্পতিবার বিকালে করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ জন। এই ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮৫টি পরীক্ষাগারে মোট ৬৩৯টি নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত রোগীদের মধ্যে ৫২ জনই ঢাকার।
করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ৪৬৪ জন।
এর আগে সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
Leave a Reply