1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দল পুনর্গঠনের পর রাষ্ট্র মেরামত : তারেক রহমান সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রাখলেন ট্রাম্প, ক্ষমা করলেন ১৫০০ জনকে আমরা ভুল করলে পস্তাতে হবে : তারেক রহমান বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন শুরু আজ কেরানীগঞ্জে আল মুজাহিদ বহুমুখী সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির নানা আয়োজন মার্শা বার্নিকাটসহ ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বললেন ট্রাম্পের সহযোগীরা ‘বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিরোধ করবে’ জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

বান্দরবান হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আরও চিকিৎসক নিয়োগের দাবি: আগত রোগীগণ

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে রোগীর সংখ্যা। হাসপাতালের বহির্বিভাগের পাশাপাশি আন্তঃবিভাগে প্রতিদিন ভর্তি হচ্ছে অসংখ্য রোগী।

রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধিতে চাপ সামলাতে এবং সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তাই দ্রুত আরও চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৭সেপ্টেম্বর বৃহস্পতিবার
বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, বমি, জ্বর, চর্ম রোগ ও পেট ব্যথাসহ নানা রোগের লক্ষণ নিয়ে অসংখ্য রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। হাসপাতালের প্রবেশমুখে রোগীদের উপচেপড়া ভিড়।

টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। চিকিৎসক দেখিয়ে সরকারি বিনামূল্যের ওষুধ সংগ্রহের লাইনও বেশ দীর্ঘ।

এসব রোগীদের বেশিরভাগই নারী ও শিশু। জেলায় সাম্প্রতিক সময়ে হওয়া বন্যার পর পানি- বাহিত রোগে আক্রান্ত এসব নারী-শিশু।

চিকিৎসা নিতে আসা বান্দরবান সদরের বনরুপার বাসিন্দা মো.নুর আলম বাংলানিউজকে বলেন, বন্যার পর নানা ধরনের রোগ বেড়েছে এলাকায়। আমার হঠাৎ হঠাৎ পেট ব্যথা করে, জ্বর ও বমির ভাগ লাগে। কয়েকদিন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। তাই হাসপাতালে এলাম।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা বালাঘাটার বাসিন্দা মং মং প্রু বলেন, সকাল ৯টা থেকে হাসপাতালে এসেছি এখনো চিকিৎসককে দেখাতে পারিনি। রোগীর সংখ্যানুযায়ী চিকিৎসক কম। পর্যাপ্ত চিকিৎসক থাকলে হাসপাতালে আমরা আরও দ্রুত সেবা পেতাম। রেইচা সদরের বাসিন্দা মো: পারভেজ বলেন, বান্দরবান সদর হাসপাতালে আরও চিকিৎসক প্রয়োজন, যারা আছেন তাদের মধ্যে অনেকেই নিজ নিজ কর্মস্থলে থাকেন না আর রোগীরা কষ্ট পায়।

বান্দরবান সদর হাসপাতালের তথ্য মতে, গত এক সপ্তাহে বহির্বিভাগে ১৯৬৫ জন রোগী চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেছেন। আন্তঃবিভাগে ২৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, ১০০ শয্যার বান্দরবান সদর হাসপাতাল হলেও এখনো ৫০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি পরিচালনা চলছে। আর ৫০ শয্যার জনবলের মধ্যেও অনেক পদ শূন্য। যে কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

বান্দরবান জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস.এম আসাদুল্লাহ বলেন, হঠাৎ করে রোগীর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আমাদের চাপ সামলাতে কষ্ট হচ্ছে। হাসপাতালে ১০০ শয্যা থাকলেও আমরা বাধ্য হয়ে ১০০ জনের চাইতে আরো কয়েকজন রোগী বেশি ভর্তি করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক সংকট, নার্সিং বিভাগে ৭২টি পদের বিপরীতে ২৮টি পদ শূন্য, ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে ৫০ শতাংশ শূন্য। তাছাড়া চিকিৎসকের অভাবে চক্ষু বিভাগ, ডেন্টাল বিভাগ ও রেডিওলজিস্ট বিভাগে পর্যাপ্ত সেবা দেওয়া যাচ্ছে না।
তাই হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সব বিভাগের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, আরও জনবল নিয়োগ হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews