মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সম্মেলন প্রস্তুতি কমিটি জাতীয় পার্টির মতবিনিময় সভা-২০২৩ ২৬মার্চ সন্ধ্যায় জেলা পরিষদ রেস্ট হাউস এর কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ গোফরান, সাবেক এম.পি, সমন্বয়ক- চট্টগ্রাম বিভাগ। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দয়াল কুমার বড়ুয়া,কেন্দ্রীয় সদস্য, সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কাজী মুহাম্মদ নাসিরুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য আজিজ চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য নাফিজ মাহবুব। খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নিরাপদ তালুকদার,রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক উদয়ন বড়ুয়া, চন্দনাইশ উপজেলা সাতকানিয়া ৬ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মহিউদ্দীন, বান্দরবান জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি মোঃ মিজান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সাত্তার, চন্দনাইশের মো: শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন্ড্রু ত্রিপুরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনির প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বেগম রওশন এরশাদের নেতৃত্বে আজ জাতীয় পার্টি সারা বাংলাদেশ ব্যাপী সুসংগঠিত। বেগম রওশন এরশাদের এক ঝাক বিশ্বস্ত তরুণ ভ্যানগার্ডদের কে নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী যে সাংগঠনিক সমন্বয়ক টিমের মাধ্যমে পার্টি পরিচালনা করছেন তাতে আগামীর বাংলাদেশ জাতীয় পার্টি এক নতুন মাত্রা হিসেবে পরিগণিত হবে। এতে করে ত্যাগী নেতা কর্মী ও আসল এরশাদ প্রেমী ও তৃনমুল রাজনীতিবিদদের মধ্যে এক নতুন যুগের শুভ সুচনা সৃষ্টি করছে বলে আমি বিশ্বাস করি।আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সচেতনতা মূলক সাংগঠনিক কর্মসুচী ও শুরু করছেন। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ঐক্যবদ্ধ জাতীয় পার্টির মাধ্যমে ৬৮ হাজার গ্রাম বাংলা মানুষের প্রত্যাশা পূরণে সচেষ্ট হবো বলে দৃঢ় চিত্তে অনুধাবন করি। মতবিনিময় সভায় সভাপতি উপস্থিত সকল কে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। আলোচনা সভা শেষে তিন পার্বত্য জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply