জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে-বিদেশে নিজেদের কর্মপন্থা নির্ধারণে বাংলাদেশ স্বাধীনতার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে নিয়ে চীনের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, তার প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিনের মন্তব্যের প্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নোট করেছে। মুখপাত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলতে চায়, যে কোনো আত্মমর্যাদাশীল দেশের মতো দেশে এবং বিদেশে নিজস্ব কর্মপন্থা নির্ধারণে সার্বভৌমত্ব ও স্বাধীনতার মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। জনগণের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার দিচ্ছেন।
এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পিত ‘সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’-এই নীতির ভিত্তিতে স্বাধীন এবং বৈদেশিক নীতি অনুসরণ করার জন্য বাংলাদেশ নিজেদের সার্বভৌম অধিকারে সংশ্লিষ্ট সবার (বিদেশি বন্ধু রাষ্ট্রদের) কাছ থেকে সম্মান আশা করে।
Leave a Reply