1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা স্থগিত কী বার্তা দিচ্ছে?

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : চলমান বিক্ষোভ ও অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট (অংশিদারত্ব ও সহযোগিতা চুক্তি) নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের দপ্তর থেকে একটি ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের দপ্তর থেকে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির আলোকে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট-এর প্রথম দফার যে আলোচনা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। এর পরবর্তী কোনো সময় ধার্য করা হয়নি।’

ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা এই ডিসিশন (সিদ্ধান্ত) যারা নিয়েছেন তারা একপক্ষকে শুনে এই ডিসিশন নিয়েছেন। তারা ঘটনার অন্যদিক জানার চেষ্টা করেনি। এটা একপক্ষীয় সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের মর্মাহত করেছে।’ সরকার এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করবে বলেও জানান আইনমন্ত্রী।

এই আলোচনা স্থগিত করার একদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার ‘দেখামাত্র গুলি করার’ যে নীতি ঘোষণা করেছে এবং গত কয়েকদিনে বাংলাদেশ কর্তৃপক্ষের দ্বারা যেসব হত্যাকাণ্ড হয়েছে তাতে তিনি উদ্বিগ্ন।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, পিসিএ স্থগিত করার সাথে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির একটি সম্পর্ক থাকতে পারে। তিনি বলেন, ‘কিছু কার্যকারণ সূত্র আপনি এটা থেকে দেখবেন। একটার পিঠে আরেকটা আসলে কিছু যোগসাজশ তো দেখার সুযোগ আছে বলে আমি মনে করি।’

ইউরোপীয় ইউনিয়নের অবস্থান

গত ২৭ জুলাই লাওসে ‘আসিয়ান’ জোটের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইড-লাইনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল কথা বলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। মোমেন সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দ্বারা হত্যাকাণ্ড, সহিংসতা, গণ-গ্রেপ্তার এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ এসব ঘটনার সুষ্ঠু পরিপূর্ণ তদন্ত এবং দোষীদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

বোরেল বলেন, ‘বিক্ষোভকারী, সাংবাদিক ও শিশু-কিশোরদের ওপর নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অসংখ্য উদাহরণ রয়েছে।’ এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

হাজার হাজার মানুষ যাদের আটক করা হয়েছে তারা যাতে আইনগত অধিকার পায় সেটি নিশ্চিত করার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ নেয় সেটি ইউরোপীয় ইউনিয়ন বেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। বাংলাদেশ সরকার সব ধরণের মানবাধিকার পুরোপুরি মেনে চলবে বলে আশা করে সংস্থাটি।

অন্যক্ষেত্রে প্রভাব পড়বে?

পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট স্থগিত হলেও বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান যেসব অর্থনৈতিক সম্পর্ক আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না ভট্টাচার্য।

ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বর্তমানে ‘এভ্রিথিং বাট আর্মস’, অর্থাৎ ‘অস্ত্রশস্ত্র ছাড়া বাকি সবকিছুর’ যে চুক্তি রয়েছে, তার আওতায় ইউরোপীয় ইউনিয়ন অতীতে বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নানা ধরণের নিষেধাজ্ঞা দিয়েছে।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তারা যদি মনে করে যে আমাদের একতরফাভাবে বাজার সুবিধা দিয়েছে, সেই বাজার সুবিধা যাদের দেয়া হচ্ছে তারা ন্যূনতম মানবাধিকারকে শ্রদ্ধা প্রদর্শন করছে না, তখন সে বিবেচনা আসবে কি আসবে না সেটা ভবিষ্যৎ বলবে।’ বাংলাদেশ যত বৈদেশিক বাণিজ্য করে তার প্রায় ২১ শতাংশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হয়।

বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন অতিরিক্ত সচিব উত্তম কুমার কর্মকার রয়টার্সকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আলোচনা স্থগিত করার সঙ্গে সাম্প্রতিক সহিংসতার কোন সম্পর্ক নেই। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কারণে এটি স্থগিত করা হয়েছে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এটা বোধ হয় খুব বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা হবে বলে মনে হয় না।’

পিসিএ কী?

পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেটিভ অ্যাগ্রিমেন্ট বা পিসিএ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অন্যদেশের একটি বিশেষ চুক্তি। এই চুক্তি উভয়পক্ষ মেনে চলতে আইনগতভাবে বাধ্য থাকে। ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিকভাবে যে তিন ধরনের বিশেষ চুক্তি করে তার মধ্যে পিসিএ অন্যতম।

এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট দেশের গণতন্ত্র সংহত করা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে। পিসিএ সাধারণত ১০ বছরের জন্য হয়। মেয়াদ শেষ হবার পরে যদি কোন আপত্তি না থাকে তাহলে প্রতি বছর সেটি স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে।

ইউরোপীয় ইউনিয়ন পিসিএ করে প্রধানত সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ এবং উত্তর আফ্রিকার দেশগুলোর জন্য। পিসিএ’র মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট দেশে শক্তিশালী মুক্তবাজার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের জন্য ভালো পরিবেশ তৈরি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য সহায়তা করে থাকে।

এছাড়া কোন কোন ক্ষেত্রে পিসিএর মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বাড়ানো ও নাগরিক সমাজের সাথে সহযোগিতার কথা বলা হয়। যে কোনো দেশের সঙ্গে পিসিএ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন চারটি ধাপ অনুসরণ করে। বাংলাদেশের সঙ্গে ইইউ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আলোচনার পর্ব।

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পিসিএ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আগে বৈদেশিক সহায়তার ওপর বেশি জোর থাকতো। নতুন এই এগ্রিমেন্ট হলে সেখানে বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।’

স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে আসার ক্ষেত্রে একটি দেশের জন্য যে ধরনের বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পিসিএ-তে সেগুলো অন্তর্ভুক্ত থাকে। এখানে পরিবেশ, শ্রম ও নারীবান্ধব করার মতো বিষয়গুলো নিয়ে কাজ করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে চায়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সেক্ষেত্রে ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ জিএসপি প্লাস-এর মতো কিছু সুবিধা পেতে পারে কী না সেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে পিসিএ তে। -সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews