জেএন ২৪ নিউজ ডেস্ক: ইসরায়েলের নিরপত্তা পরিষদ তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ভ্রমণে সতর্ক করেছে। এসব দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল যত দ্রুত সম্ভব তাদের নাগরিকদের মিশর ও জর্ডান ছাড়তে বলেছে। পাশাপাশি অন্যান্য আঞ্চলিক দেশে ভ্রমণ এড়াতেও সতর্ক করেছে দেশটি।
এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বলেছে, গাজায় যুদ্ধের ধারাবাহিকতার কারণে সাম্প্রতিক দিনগুলোয় বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ ও উত্তেজনা দেখা যাচ্ছে। ইসরাইলি ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করা হচ্ছে।
আর একারণে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ অন্যান্য আরব দেশে অবস্থান থেকে ইসরায়েলি নাগরিকদের সরে আসতে বলেছে দেশটির নিরাপত্তা পরিষদ।
অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আশপাশের দেশগুলোয় ভ্রমণ না না করতে তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন।
শনিবার ভোরেও গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাফাহ সিটিতে কয়েকটি আবাসিক ভবনে হামলায় ১৪ জন নিহত হন। আর গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। বিধ্বস্ত ভবনের ধংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকে।
Leave a Reply