জেএন ২৪ নিউজ ডেস্ক: ক্ষমতায় থেকেও গত ৪ বছর ধরে বরিশালে ভয়ে কাটিয়েছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম।
তিনি বলেছেন, বরিশালে এতদিন ধরে যে অন্যায়, অবিচার, শোষন আর সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল তা রোধ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন।
জেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই বিস্ফোরক কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের ওই সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাহিদ ফারুক। বক্তব্যে কারো নাম উল্লেখ না করলেও তিনি বর্তমান মেয়র সেরনিয়াত সাদিক আবদুল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
বলেন, ‘বরিশালবাসী আজ মুক্ত। তারা নিঃশ্বাস নিতে পারছে। আগামীতে বরিশালবাসী ঘরবাড়ি করতে পারবে। রাস্তাঘাট সুন্দর পাবে। আরামে থাকবে, কোনো ভয়ে থাকবে না।’
মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবতকে উদ্দেশ্য করে জাহিদ ফারুক বলেন, ‘আপনি বুঝতে পারবেন না, গত চার বছর আমরা কত কষ্টে অতিবাহিত করেছি। বরিশালে আমরা ভয় পেতাম। কত লোককে তারা আহত করেছে, কত লোককে তাঁরা বেইজ্জত করেছে।’
‘এই বরিশালে এত যে অন্যায়, অবিচার, শোষণ আর সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল, সেটাকে রোধ করার জন্য প্রধানমন্ত্রী এবার আবুল খায়ের আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়ে বরিশালবাসীর মুখে হাসি ফুটিয়েছেন মন্তব্য করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের একজন ভদ্র মানুষ উপহার দিয়েছেন। বরিশালের উন্নয়নে নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত যেসব প্রতিশ্রুতি দেবে তা তিনি বাস্তবায়ন করবেন এটাই আমাদের দাবি।’
জাহিদ ফারুক আরও বলেন, ‘খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করে তার মাধ্যমে উন্নয়ন করে বরিশালকে পাল্টে দিতে হবে। নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে ছাত্রলীগ, যুবলীগ সবাই মনপ্রান দিয়ে কাজ করবে।’
মতবিনিময়ে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। সভায় ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত থাকলেও বর্তমান কমিটির নেতারা ছিলেন না।
অন্যদের মধ্যে সভায় মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার সহ মহানগর ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিতি ছিলেন।
Leave a Reply