জেএন ২৪ নিউজ ডেস্ক: জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার ছেলে সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য শরীফ আনিসুর রহমান আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন।
রবিবার সন্ধ্যায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে কথা তিনি বললেও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অভিযোগ ভাইরাল হয়। এর পরপরই তাকে বহিষ্কার হয়েছেন বলে জানিয়েছেন শরিফ আনিসুর রহমান।
গণমাধ্যমে এমন বক্তব্য দেয়ার পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও শরীফ আনিসুর রহমানকে রাতেই আওয়ামী লীগের এই দুই ইউনিটের সদস্য শরিফ আনিসুর রহমানকে মিথ্যা কথা প্রচার ও সংগঠন বিরোধী কাজ করায় সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত নিশ্চিত করেছেন।
Leave a Reply