সৈয়দ মাহবুব : গাইবান্ধার জেলার ফুলছড়ি উপজেলাতে এসএসসি পরীক্ষার্থী ১৭ বছর বয়সী ফরহাদ বজ্রপাতে মৃত্যুর কোলে কারা বরণ করেছেন। এসময় গুরুতর আহত হন শিক্ষার্থীর বাবা বাবা। সোমবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন কাতলামারি গ্রামের ব্যবসায়ী জিন্নাহ সরদারের ছেলে। তিনি স্থানীয় ফুলছড়ি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী।
ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খুশি বলেন, মাগরিবের আজান দেওয়ার পর ফরহাদ হোসেন বাড়ির অদূরে নালা থেকে হাঁস তুলতে যায়। এসময় নামাজের ওজু করছিলেন তার বাবা। হঠাৎ করে বিকট শব্দে দুই-তিনটি বজ্রপাত হয়।
এর একটি বজ্রপাত তাদের বাড়ির মাঝখানে পড়ে। এতে ঘটনা স্থলেই ফরহাদ হোসেন মারা যায়। গুরুতর আহত হন তার বাবা। বর্তমানে তিনি ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছে থেকে তিনি বজ্রপাতে কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা নিশ্চিত হয়েছেন। যাতে ফরাদের পরিবারের ব্যাপক সমবেদনা প্রকাশ পেয়েছে এবং পরিবারের শোকের ঢল নেমে এসেছে।
Leave a Reply