জেএন ২৪ নিউজ ডেস্ক: শুক্রবার বিকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবলারদের এ প্রীতি ম্যাচের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। এতে ঢাকা বিভাগ ফুটবল একদশ ও বরিশাল বিভাগ ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।
নির্ধারিত সময়সীমার মধ্যে ম্যাচটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে বরিশাল বিভাগ ফুটবল একদশ ৪-২ গোলের ব্যবধানে ঢাকা বিভাগ ফুটবল একদশকে পরাজিত করে। পরে খেলা শেষে উভয় দলকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।
নারী ফুটবলারদের প্রীতি এ ম্যাচকে কেন্দ্র করে হেলেঞ্চা গ্রাম ছাড়াও আশপাশের অন্তত ২০ গ্রামের মানুষের মধ্যে ছিল উৎসাহ। উৎসুক দর্শনার্থীরা দুপুর থেকে সীমানাপ্রাচীরে ঘেরা স্কুল মাঠের প্রধান ফটকের সামনে দলে দলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্কুল মাঠ। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন।
বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়ার সভাপতিত্বে জমজমাট নারী ফুটবলারদের এ প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান কাজী মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী কাজী ডলি পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুল হক বলেন, খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়–অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
Leave a Reply