জেএন ২৪ নিউজ ডেস্ক: ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে যেভাবে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাবেন তা প্রকাশ করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, পুনরায় হোয়াইট হাউসের দায়িত্ব পেলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধ করে দিবেন। এর আগে তিনি বলেছিলেন, নির্বাচিত হতে পারলে অল্প সময়ের মধ্যেই তিনি যুদ্ধ বন্ধ করে দিবেন।
১৬ জুলাই ‘সানডে মর্নিং ফিউচার’ এ ফক্স নিউজের হোস্ট মারিয়া বার্টিরোমোর সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় প্রাক্তন রাষ্ট্রপতিকে তার দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা করা তার পক্ষে সহজ হবে কারণ উভয় নেতার সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।
তিনি বলেছিলেন, ‘আমি জেলেনস্কিকে খুব ভালোভাবে চিনি, আমি পুতিনকে আরও ভালোভাবে চিনি। তাদের দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল।’
ট্রাম্পের ভাষ্যমতে তিনি জেলেনস্কিকে বলবেন, ‘আর নয়, আপনাকে একটি চুক্তি করতে হবে এবং পুতিনকে বলেবেন, ‘আপনি যদি চুক্তি না করেন তবে আমরা তাদের অনেক কিছু দেব। আমরা এর চেয়ে বেশি দেব। তারা কখনও পেয়েছে এবং এতেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে।’
ট্রাম্প মনে করেন বিশ্ব নেতারা বুদ্ধিমান এবং তার উত্তরসূরি রাষ্ট্রপতি জো বাইডেন তাদের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম নন।
বাইডেনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এরা স্মার্ট মানুষ, যার মধ্যে ফ্রান্সের (ইমানুয়েল) ম্যাঁক্রও রয়েছে। আমি (ভ্লাদিমির) পুতিনসহ লোকদের পুরো তালিকার মধ্য দিয়ে যেতে পারি… এই লোকেরা তীক্ষ্ণ, শক্ত এবং সাধারণত দুষ্ট। তারা দুষ্ট এবং তারা তাদের খেলার শীর্ষে রয়েছে।’
এরপর তিনি বাইডেনকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের এমন একজন লোক আছে যার কি ঘটছে সে বিষয়ে তার কোন ধারণা নেই। এটা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সময়।’
তার সঠিক পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, জেলেনস্কি ‘খুব সম্মানজনক’ ছিলেন কারণ ‘তারা যখন তাকে নিখুঁত ফোন কল সম্পর্কে জিজ্ঞাসা করেছিল’ তখন তিনি জানতেন না তারা কী বিষয়ে কথা বলছে।
ব্রিটিশ ট্যবলয়েড মেট্রো অনুসারে, তিনি নিজের এবং জেলেনস্কির মধ্যে ২০১৯ সালের জুলাই মাসের একটি কলের কথা উল্লেখ করছিলেন যেখানে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের বিনিময়ে ২০২০ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বাইডেন সম্পর্কে ষড়যন্ত্রের তত্ত্বগুলিকে চাপ দেওয়ার জন্য একটি ‘কুইড প্রো কো’ (দেওয়া নেওয়া বিষয়ক) চুক্তির প্রস্তাব করেছিলেন।
Leave a Reply