জেএন ২৪ নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রাম থেকে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে দলটি গঠন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন ও ছাত্র ফ্রন্ট থেকে নির্বাচিত চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন।
রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা করা হবে। এরমধ্যে দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন নাজিম উদ্দিন, যিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা। আর মহাসচিব থাকছেন আজিম উদ্দিন।
নতুন দলটির চেয়ারম্যান নাজিম উদ্দিনের সঙ্গে কথা বলেছে সাবেক এই বিএনপি নেতা বলেন, চট্টগ্রাম থেকে ঘোষণার পর ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি করা হবে।
তাদের নতুন এই দলে বেশ কিছু চমক থাকবে জানিয়ে চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন আমাদের সঙ্গে আছেন। শিল্পপতি সোহেল রহমানও আমাদের দলে থাকছেন। এছাড়া বিভিন্ন দলের লোক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম গঠন করা হচ্ছে। তাদের মধ্যে বিএনপির পদবঞ্চিত সাবেক নেতাকর্মীই বেশি।’
এ বিষয়ে জানতে চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply