1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

পাকিস্তানের সংসদে পিটিআইকে সংরক্ষিত আসন দিতে আদালতের নির্দেশ

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : গত ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত পাকিস্তানের চলমান জাতীয় সংসদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে ২৩টি সংরক্ষিত আসন দেওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

শুক্রবার সুপ্রিম কোর্টের ১৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের ৮ বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং ৫ জন বিপক্ষে রায় দেন।

রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাবে।’

অর্থাৎ এর ফলে পিটিআই সমর্থিতরা স্বতন্ত্রভাবে নির্বাচিত হলেও তারা পিটিআইয়ের সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন।

পাকিস্তানি গণমাধ্যমের বরাতে রয়টার্স বলছে, আদালতের এই রায়ের মাধ্যমে পিটিআই সংসদেও ফিরে আসতে পারছে। কারণ আদালত ঘোষণা দিয়েছে, পিটিআই এখনো রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান রয়েছে। যদিও তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে দেওয়া হয়নি।

রায়ের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির বলেন, পিটিআইকে ২৩টি সংরক্ষিত আসন দেওয়া হলেও সংসদে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটি পরিবর্তিত হবে না।

গত নির্বাচনে দল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দল হিসেবে ভোটে অংশ নিতে পারেনি। যার কারণে দলের প্রার্থীরা সবাই স্বতন্ত্র হয়ে নির্বাচনি লড়াই করেন।

স্বতন্ত্র লড়াই করে পিটিআই সমর্থিত প্রার্থীরা সর্বোচ্চ সংখ্যক আসন পায়। কিন্তু দলগত আসন না হওয়ায় তারা সরকার গঠন করতে পারেনি। এমনকি সংসদের সংরক্ষিত আসনও পায়নি। যেটা তারা মোর্চা গঠন করে দাবি করেছিল।

নির্বাচন কমিশন জানিয়েছিল, সংসদে যে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে সেগুলো পিটিআই পাবে না। কারণ তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। পরে এসব আসনে ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে মনোনয়ন দেয় নির্বাচন কমিশন।

পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের ৩৩৬টি আসনের মধ্যে শেহবাজ শরীফের জোট সরকারের দখলে এখনো রয়েছে ২০০টিরও বেশি আসন রয়েছে।

দেশটির সংবিধান অনুযায়ী, সংসদে ৭০টি সংরক্ষিত আসন থাকবে। যার মধ্যে ৬০টি নারী ও ১০টি অমুসলিমদের জন্য বরাদ্দ থাকবে। নির্বাচিত দলগুলো আনুপাতিক হারে এই আসন পেয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews