জেএন ২৪ নিউজ ডেস্ক: পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে দুই সিটিতে পুরনো মুখে ভরসা রেখেছে আওয়ামী লীগ। নতুন মুখ বাছাই করেছে তিন সিটিতে। আর গাজীপুরের বহুল আলোচিত বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন। বাদ পড়েছেন বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক ও সিলেট সিটি করপোরেশনে আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্বে করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ৯ এপ্রিল থেকে শুরু করে ১২ এপ্রিল পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ছাড়াও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন যারা
ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় মো. ফজলুল হক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মো. নুরুল ইসলাম, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা মোহাম্মদ মাঈন উদ্দীন।
পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন যারা
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপচেলার তালোড়া পৌরসভায় মো. আমিরুল ইসলাম (বকুল), টাঙ্গাইল বাসাইল উপজেলার বাসাইল পৌরসভায় আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার আড়াইহাজায় পৌরসভায় মো. সুন্দর আলী, নারায়ণগঞ্জ আড়াইহাজার গোপালদী পৗরসভায় এম এ হালিম সিকদার ও কক্সবাজার কক্সবাজার পৌরসভায় মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।
মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড.হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. আবদুস সোবহান গোলাপ।
Leave a Reply