জেএন ২৪ নিউজ ডেস্ক: সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওয়া ১৭ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ১ জুন তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে আমিরুল্লাকে পঞ্চগড় সদর সার্কেল, মো. হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশে, মো. আব্দুর রশিদ সরকারকে র্যাবে, বি এম শাহরিয়ার আব্দুল্লাহ বিন ফরিদ ও শারমিনা আলমকে এপিবিএনে, শারমিন সুলতানা রাখীকে বরিশাল গৌরনদী সার্কেলে, মো. মাহমুদুল হাসান মামুনকে এপিবিএনে, সৈয়দা শারমিন আক্তারকে পুলিশ সদরদপ্তরে, অনিতা রানী সূত্রধরকে এপিবিএনে, মো. শহিদুল হক মুন্সীকে সুনামগঞ্জে, আমেনা আক্তারকে সিআইডিতে, মো. তোফাজ্জল হোসেনকে পুলিশের বিশেষ শাখা-এসবিতে, তালাত মাহমুদ শাহানশাহকে ফরিদপুর ভাঙ্গা সার্কেলে, মো. মাসুদ রানাকে বাগেরহাট সদর সার্কেল, মো. মাহমুদ খানকে এমআরটি পুলিশে, মো. বিল্লাহ হোসেনকে ব্রাক্ষণবাড়ীয়া সদর সার্কেলে এবং প্রবাস কুমার সিংহকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
Leave a Reply