জেএন ২৪ নিউজ ডেস্ক: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের অনেক বছর পর ফের সম্পর্কে জড়িয়েছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। এক বছর ধরে তিনি চুটিয়ে প্রেম করছেন গায়িকা কাম অভিনেতা সাবা আজাদের সঙ্গে। গত শনিবার সেই নয়া প্রেমিকার হাতে হাত রেখে হৃত্বিক হাজির হয়েছিলেন মুকেশ আম্বানিদের পার্টিতে।
সেই জমকালো অনুষ্ঠানে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানির মাঝে দাঁড়িয়ে প্রেমিকা সাবার কোমরে হাত রেখে পোজ দেন হৃত্বিক। এদিন ফ্যাশন ডিজাইনার অমিত আগারওয়ালের ডিজাইন করা লাল টুকটুকে আউটফিটে ধরা দেন সাবা। বেনারসি শাড়ি ড্র্যাপিং করে তৈরি ডিপ নেক লং ড্রেসে অপূর্ব লাগছিল তাকে।
রেড হট লুকে নেটদুনিয়ায় সাবার ছবি পোস্ট করতেই হু হু করে ভাইরাল। কয়েকটি ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন হৃত্বিকও। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘লাল পরিহিত নারীর সঙ্গে’। এই ছবির নিচে মন্তব্য করেছেন বহু নেটিজেন। জুটিকে ভাসিয়েছেন প্রশংসায়।
মজার বিষয় হলো, বাদ গেলেন না হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। নয়া প্রেমিকার সঙ্গে প্রাক্তন স্বামীর ছবি দেখে প্রশংসা করলেন তিনিও। সুজান কমেন্ট বক্সে লেখেন, ‘ভালোলাগা এবং দুর্দান্ত’ ইমোজি দিয়েছেন।
হৃত্বিকের প্রাক্তন স্ত্রী এবং বর্তমান প্রেমিকার মধ্যে বন্ধন দারুণ মজবুত। প্রায়ই একছাদের নীচে পার্টিও করেন সাবা এবং সুজান। দুজনের মধ্যে কোনোরকম তিক্ততা নেই। কারণ, হৃত্বিকের সঙ্গে ডিভোর্সের পর নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন সুজানও। আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
২০০০ সালে বিয়ে করেছিলেন হৃত্বিক ও সুজান। ২০১৪ সালে ভাঙে সেই সংসার। ১৪ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলের অভিভাবক হৃত্বিক ও সুজান। একজনের নাম হৃদান, আরেকজনের নাম রেহান। হৃত্বিকের দুই ছেলের সঙ্গেও নাকি তার নয়া প্রেমিকার অনেক ভাব।
Leave a Reply