এসএম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইলে যৌতুকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিরাজুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সোমবার (১০ জুলাই) ভোর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর থানার দৌলতপুর গ্রামের মহিদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে এসআই আজিজুর রহমান ও এ এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মিরাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply