জেএন ২৪ নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি-জামায়াত গোষ্ঠী আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই সঠিক সময়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সময়ে নির্বাচন কমিশন তাদের কাজের শতভাগ স্বাধীনতা বজায় থাকবে। নির্বাচনকালিন সরকার শুধু তার রুটিন অনুযায়ী কাজ করবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশনের ইচ্ছা অনুযায়ী সব কিছু পরিচালিত হবে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলা হল রুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের যৌথ উদ্যোগে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তভূক্তকরন শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১ জেলার কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এসিড টেস্ট, তাই এখন থেকেই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রাজ্জাক আরো বলেন, গণতন্ত্রের নামে অধিকারের নামে এদেশে সাধারণ মানুষকে জামায়াত-বিএনপি পুড়িয়ে মেরেছে, এখন আবার ষড়যন্ত্র করছে। দেশকে অচল করার জন্য, দেশকে অস্থিরতা দিকে নেওয়ার চেষ্টা করছে। এটা দেশের জন্য অথনীতির জন্য মোটেও মঙ্গলের নয়। দেশবাসীকে সতর্কতার সাথে তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন পৃথিবীতে রোল মডেল এ রুপ নিয়েছে। যারা দেশকে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের বলতে চাই, দেশের অবশ্যই একটি সুষ্ঠ নির্বাচন হবে, সুন্দর ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। ইসিকে সর্বময় ক্ষমতায় দেওয়া হয়েছে। নির্বাচনকালিন তারাই সবকিছু পরিচালনা করবে। আমরা দেশবাসীকে নিশ্চিত করতে চাই আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠ এবং গ্রহযোগ্য হবে।
কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।
Leave a Reply