1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

নির্বাচনে নৌকা-ধানের শীষ খেলা হবে, আমরা প্রস্তুত: ওবায়দুল কাদের

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১১ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দল প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘দুর্যোগের মধ্যে এগিয়ে যাওয়ার অপর নাম আওয়ামী লীগ।’ নৌকা-ধানের শীষ খেলা হবে এবং এর জন্য তার দল প্রস্তুত বলেও জানিয়েছেন আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ নেতা।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব বলেন কাদের। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, এই দুর্যোগেও খেলা হবে। বৃষ্টি বাদলেও হবে। নাটক খেলা শুরু হয়ে গেছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে এই নাটক। আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে তাতে, নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে…। ফাইনাল খেলা আগামী নির্বাচনে, নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না। চায় আওয়ামী লীগকে নৌকাকে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান। কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। নতুন ভিসানীতিতে আমেরিকা বলেছে- সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে তাদের ভিসা বন্ধ করে দেবে। এখানে আমাদের কিছুই নেই। সবশেষ গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছি আমরা সুষ্ঠু নির্বাচন করবো। কাজেই বাইরে কে নিষেধাজ্ঞা দিলো, ভিসা বন্ধ করে দিলো তা নিয়ে শেখ হাসিনার মাথাব্যাথা নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরাতো নির্বাচন সুষ্ঠু করবো, অবাধ নিরপেক্ষ করবো।গাজীপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি। আসন্ন চারসিটি এবং আগামী নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। মার্কিন নতুন ভিসানীতিতে আমাদের একটা লাভ হলো নির্বাচন বন্ধ করতে কেউ আসতে পারবে না। এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে… নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে না, নতুন ভিসানীতিতে, নির্বাচনে গোলমাল করলে ভাঙচুর, মানুষ পোড়ালে বাস পোড়ালে, যারাই জ্বালাওপোড়াও রাজনীতি করবে, আগুন সন্ত্রাস করবে, তারাই আজকে ভয় পাচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কাজেই কোনো দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাচ্ছি। সু্ঠু নির্বাচন তারা (বিএনপি) চায় না, তাই তাদের ভয় হচ্ছে৷ ফখরুল সাহেব ভয় পাচ্ছেন কেন, নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন? আসলে তারা ভয় পাচ্ছে শেখ হাসিনাকে। তাদের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনা, জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা। মানুষের জন্য নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যাকে ভুল বুঝবেন না, বাংলাদেশের মানুষের জন্য তার চেয়ে আপন নেতা গত ৪৮ বছরে আসেনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews