1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নির্বাচনে খালেদা জিয়ার উপদেষ্টা! মাঠে নামবেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: নির্দলীয় সরকারের অধীনে ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে না রাজপথের বিরোধী দল বিএনপি। এ কথা সাফ জানিয়ে দিয়েছেন শীর্ষ নেতারা। তবে সবাইকে চমকে দিয়ে ভোটের মাঠে নামছেন সেই দলেরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন একরামুজ্জামান সুখন। সেই লক্ষ্যে সোমবার বিকাল তিনটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কাউসার আহমেদ। তিনি বলেন, ‘আজ (সোমবার) তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ এ কে একরামুজ্জামানের নামে মনোনয়নপত্র তোলা হয়েছে। তার পক্ষে মো. বকুল মিয়া নামের একজন মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন।’

এর আগে সোমবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করেন একরামুজ্জামান সুখন। আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

গত ২ নভেম্বর রাত ৮টার দিকে নাসিরনগর উপজেলা সদরের কাঁশফুল রেস্তোরাঁর সামনে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে বিস্ফোরক আইনে ৩৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রুপন নাথ।

সরকারি কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে বিস্ফোরকদ্রব্য ব্যবহার ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় হওয়া ওই মামলায় একরামুজ্জামান সুখনকে চার নম্বর আসামি করা হয়। ঘটনাস্থল থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেই মামলায় হাজিরা দিতে সোমবার সকাল পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে যান খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী আলী আজমের নেতৃত্বে ১৫-২০ জন। শুনানি শেষে জামিন পান একরামুজ্জামান।

এদিন জামিন পাওয়ার পর নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপির এই উপদেষ্টা। এ সময় একরামুজ্জামান বলেন, ‘আমি জামিন পেয়েছি। ঢাকায় যাচ্ছি। নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। এখনই সবকিছু স্পষ্ট করতে চাচ্ছি না।’

কয়েক ঘণ্টা না যেতেই জানা গেল ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে একরামুজ্জামান। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এবারও তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন। তবে এই আসনে মাঠ পর্যায়ে একরামুজ্জামান ব্যাপক জনপ্রিয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews