অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই।
Leave a Reply