জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে জাতীয় মানবাধিকার কমিশন। এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বুধবার ইসি জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচার, যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।
Leave a Reply