এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুরের প্রথম ব্যারিস্টার হওয়ায় কৃতিসন্তান এসএম আশাব বিন আমান ওয়াসিকে আড়ম্বরভাবে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় চাচা মাসুদ রানার আয়োজনে কাশিপুরস্থ জেনারেল হাউজে ওয়াসিকে অভিনন্দন জানাতে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়াসির পিতা সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর এসএসএফ’র ডিজি মেজর জেনারেল (অবঃ) শেখ মোহাম্মদ আমান হাসান, মাতা নারীনেত্রী শ্যামলী আমান, চাচা বীর মুক্তিযোদ্ধা এস এম আখতার হোসেন কচি, মোঃ সাজ্জাদ হোসেন খান, মোঃ পিনা খান, মোঃ রাসেল প্রমুখ।
জানা যায়, ব্যারিস্টার আশাব লন্ডন যুক্তরাজ্যের লিঙ্কনস ইন এর ব্যারিস্টার উপাধি অর্জন করেছেন। ২০২০ সালে ব্রিস্টল ল স্কুল অ্যাট দা ইউনিভারসিটি অফ দা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে তাঁর এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। ২০২২ সালে যুক্তরাজ্যের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বার এট ল ডিগ্রি সম্পন্ন করেন।
ব্যারিস্টার আশাব যুক্তরাজ্যের এবং বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ল চেম্বারে কাজ করেছেন এবং প্রতিষ্ঠিত কর্পোরেট লয়ার হওয়ার লক্ষ্য ধারণ করেন। পেশাগত লক্ষ্যের পাশাপাশি, ব্যারিসটার আশাব সর্বদাই তাঁর বাবা থেকে অনুপ্রাণিত হয়ে নড়াইলের মানুষের পাশে দাঁড়াতে চান।
ব্যারিস্টার আশাব নড়াইলে জন্ম নেননি কিন্তু তিনি নড়াইলের মানুষদের প্রতি গভীর সংলগ্নতা অনুভবকরেন। সকল শ্রেণীপেশার লোকদের নিজের পরিবারের লোক মনে করে সব সময় নড়াইলের মানুষের সেবায় নিয়জিত থাকতে চান। তিনি দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন রকমের পিঠাপুলিসহ কেক কাটা হয়। এ সময় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply