1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

নকল ও ভেজালকারীদের কালো তালিকা করুন, ব্যবসায়ী নেতাদের শিল্পমন্ত্রী

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫০ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: নকল ও ভেজালকারী ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন। সব ব্যবসায়ী এক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক ভালো ব্যবসায়ী আছেন, যারা আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করে বিশ্ব বাজারে দেশের সুনাম বৃদ্ধি করছেন। কিন্তু কিছু নকল ও ভেজালকারী ব্যবসায়ী রয়েছেন যারা এই হীন কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের উচিত তাদেরকে কালো তালিকাভুক্ত করে বাদ দেয়া।’

শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ বলেন, ‘নিয়মিত ব্যবসায়ীদের নিয়ে নানা ধরনের অভিযোগ আসে। যারা অসাধু ব্যবসায়ী আছেন, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে। এসব বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীদের ছাড়া কোনো সরকার এগিয়ে যেতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।’

শিল্পমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেটি খেয়াল রাখতে হবে। সব বিষয়ে যেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারে, ভোক্তা অধিকারসহ ব্যবসায়ীরা যেন কোনো রকম বিব্রতকর অবস্থায় না পড়ে, ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই বিচলিত না হয়, সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে।’

, ‘বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি’। বিএসটিআই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।’ বলেন নূরুল মজিদ মাহমুদ।

নকল ও ভেজালরোধে সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান পরিচালনার নির্দেশ দেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘প্রতিটি খাদ্যে ভেজালে ভরপুর। সাদা চিনি ক্ষতিকর ক্যামিকেল দিয়ে তৈরি হয়। সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যানসারের সম্ভাবনা আছে। তারা কীভাবে এটি করছে? বিএসটিআই থেকে তো পরীক্ষা করেই তাদের অনুমোদন দেওয়া হয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘ক্যানসার রোগ যেভাবে বাড়ছে, সেটি প্রতিরোধ করতে ভেজালবিরোধী অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনে শিল্প মন্ত্রণালয়কে নতুন আইনের দিকে হাঁটতে হবে। ভেজালকারীদের যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওজনের ব্যাপারেও নজর দিতে হবে।’

অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, ‘নকল ও ভোজালরোধে যে আইন রয়েছে তার কঠোর প্রয়োগ হলে নকল ও ভেজাল অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।’

সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকা সত্বেও সর্বোচ্চটুকু দেয়ার মানসিতা নিয়ে কাজ করে গেলে কোন কিছু কঠিন নয় বলেও তিনি মনে করেন।

এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘খাদ্যে ভেজাল সম্ভবত বাংলাদেশে সবচেয়ে বেশি। এরফলে নানা জটিল রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।’

ভেজাল ও নকল প্রতিরোধে বিএসটিআই’র সক্ষমতা ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি ভেজাল ব্যবসায়ীদের তিনি সুস্থ ব্যবসায়ীক ধারায় ফিরে আসার আহবান জানান।

বিএসটিআই’র মহাপরিচালক ইনস্টিটিউশনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, মানচিহ্ন নকল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে অনলাইন কিউআর কোড সম্বলিত লাইসেন্স, পণ্যের হালাল সনদ, স্বর্ণের বিশুদ্ধতা যাচাই করে সনদ প্রদান কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ নাজমুল হক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি ডা. দিলীপ রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন, বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তার।

সূচনা বক্তব্য দেন বিএসটিআই পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী। বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা মো. রুহুল আমিন রাসেল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএটিআই’র পরিচালক (মেট্রালজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews