রাকিবুল ইসলাম, ধুনট(বগুড়া) প্রতিনিধি: ধুনটে ক্ষুদ্র নৃ- গোষ্ঠি আদিবাসী পরিবারের সদস্যদের মাঝে হাাঁস বিতরনে অনিয়মের প্রতিবাদে উপজেলা আদিবাসী পরিষদের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় জাতীয় আদিবাসী ধুনট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাখাল বর্মন ও সাধারন সম্পাদক পলাশ বাগদী নেতৃত্বে আদিবাসী পরিবারের শতাধিক নারী পুরুষ উপজেলা সদরের বিক্ষোভ মিছিল করে। এরপর উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসুচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারক লিপি প্রদান করে।
আদিবাসী পরিষদের সভাপতি রাখাল বর্মন বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের জীবন মান উন্নয়নের জন্য ধুনট উপজেলার ১৫০ আদিবাসী পরিবারের জন্য হাঁস বরাদ্দ দেওয়া হয়। গত ১৮ জুন উপজেলা প্রানী সম্ম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী আদিবাদী নেতাদের সাথে সমন্বয় না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট থেকে তালিকা নিয়ে হাঁস বিতরন করেছেন।
এতে উপজেলার ১০ টি ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী পরিবারের সদস্যরা বঞ্চিত হয়েছে। এ কারনে আদিবাসী পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমেছে। তারা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার অনিয়মের বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্বারক লিপি দিয়েছেন।
জানতে চাইলে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী বলেন, অনিয়মের কোন সুযোগ নেই। সরকারী নিয়ম অনুযায়ী ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানদের প্রাপ্ত তালিকা মতাবেক ১৫০ আদিবাসী পরিবারের সদস্যদের মাঝে হাঁস বিতারন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানে আলম বলেন, হাঁস বিতরনের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে ভবিষ্যতে আদিবাসীদের নামে কোন বরাদ্দ পাওয়া গেলে আদিবাসী নেতাদের সাথে সমন্বয় করে সুবিধাভোগীর নাম তালিকা করার জন্য প্রানী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাকিবুল ইসলাম
Leave a Reply